চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে, পেছনের কালো শিরা ছাড়িয়ে নিন. ধুয়ে নিন.
হালকা হলুদ ও নুন দিয়ে ভালো করে মেখে রাখুন.
কড়াইয়ে ২ টেবিল চামচ তেল গরম করুন. চিংড়ি মাছ হালকা ভেজে তুলে রাখুন.
বাকি তেল দিয়ে , তাতে তিন ফোড়ন আর তেজপাতা দিন. ভালো গন্ধ বেরোতে আলু , এক চিমটি হলুদ গুঁড়ো ও নুন দিয়ে ৫-৭ মিনিট ভাজুন.
সজনে ডাটা দিয়ে দিন, আর কম আঁচে রান্না করুন কিছুক্ষণ.
আদাবাটা আর তিলবাটা, কাঁচালংকা মিশিয়ে দিন এবং আরও কিছুক্ষণ রান্না করুন.
১/২ কাপ গরম জল আর দুধ দিয়ে দিন. ভাজা চিংড়ি মাছ আর চিনি দিন. কম আঁচে ৫-৭ মিনিট রান্না করুন.
ঘি ছড়িয়ে নামিয়ে নিন