Go Back
লাউডগা ইলিশ

লাউডগা ইলিশ

কচিপাতা আর লাউয়ের ডগা দিয়ে নরম লাউডগা ইলিশের ঝোল. কোনো মশলার আধিক্য নয়, শুধু একটু জোয়ান, আর সামান্য জিরে বাটা, কখনো কাঁঠাল বিচিও সঙ্গী হতো লাউ ডগার.
Course Main Course
Cuisine Bengali

Ingredients
  

  • ৪-৫ টুকরো ইলিশ মাছ
  • ৪-৫ টা লাউডগা
  • ৮-১০ টা লাউপাতা
  • ৮-১০ টা কাঠাল বিচি
  • ৩-৪ টা কাঁচালংকা চেরা
  • এক চিমটি জোয়ান
  • এক চিমটি কালোজিরা
  • ১/২ চা-চামচ জোয়ান
  • চা-চামচ জিরা
  • ১/২ চা-চামচ হলুদ গুঁড়ো
  • টেবিলচামচ সর্ষের তেল

Instructions
 

  • লাউপাতা কুচি করে কেটে নিন. লাউয়ের ডগা ধুয়ে রাখুন.
  • কাঠাল বিচি খোসা ছাড়িয়ে, নরম করে সেদ্ধ করে নিন. লম্বা দু টুকরো করে নিন.
  • ১/২ চা-চামচ জোয়ান আর ১ চা-চামচ জিরা একসাথে গরম জলে ভিজিয়ে রাখুন. একটা কাঁচালংকা দিয়ে মিহি করে বেটে নিন.
  • একটু হলুদ ও নুন দিয়ে ইলিশ মাছ ভালো করে মেখে রাখুন.
  • কড়াইয়ে ৩ টেবিল চামচ সর্ষের তেল গরম করুন. ইলিশ মাছ খুব হালকা ভেজে তুলে রাখুন.
  • ঐ তেলে এক চিমটি জোয়ান, এক চিমটি কালোজিরা, বাকি কাঁচালংকা, ফোড়ন দিয়ে ভালো গন্ধ বেরোতে, সেদ্ধ করা কাঠাল বিচি , বাকি হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজা হয়ে গেলে, লাউডগা আর বাটা মশলা দিন . ঢাকা দিয়ে রান্না করুন মিনিট পাঁচ-সাতেক.
  • তারপর কুচনো লাউপাতা দিয়ে দিন, মিনিট পাঁচেক পর ১/২ কাপ গরম জল দিন. ভাজা মাছ আর কাঁচা লঙ্কা দিয়ে দিন. মিনিট পাঁচেক কমআঁচে রান্না করুন. বাকি সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন.
Keyword লাউডগা ইলিশ